সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
 

নিরীহদের গ্রেপ্তার করা হবে না: আইজিপি

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম

মামলার ক্ষেত্রে কিছু অসাধু ব্যক্তি সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন উল্লেখ করে পুলিশপ্রধান বাহারুল আলম বলেছেন, যারা নিরীহ অথচ মামলায় আসামি হয়েছেন, তাদের গ্রেপ্তার করা হবে না। হয়রানি এড়াতে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এসব কথা বলেন।

এসময় পুলিশপ্রধান বলেন, বাহিনীর কর্মস্পৃহা পুনরুদ্ধার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত ১৫ বছরে পুলিশ বাহিনী রাজনৈতিক উদ্দেশে ব্যবহার হওয়ায় এর পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি দৃঢ়ভাবে বলেন, ভবিষ্যতে পুলিশ যেন আর কোনো রাজনৈতিক প্রভাবের শিকার না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আইজিপি আরও বলেন, পুলিশ রিফর্মের কাজ চলছে। অতীতে দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধে জড়িয়েছে, যা অত্যন্ত লজ্জার বিষয়। আমাদের লক্ষ্য হচ্ছে পুলিশকে জনগণের আস্থা অর্জনকারী একটি পেশাদার বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করা।

অস্ত্র উদ্ধারের বিষয়ে আইজিপি জানান, এখন পর্যন্ত সারা দেশে লুট হওয়া ছয় হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখনও দুই হাজার অস্ত্র উদ্ধার বাকি। এসব অস্ত্র উদ্ধারে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন।

একাত্তর/আরএ
সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...
রাষ্ট্রীয়ভাবে পুলিশের অপব্যবহার বন্ধ করতে হবে, করতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। তাহলে পুলিশ জনতার পুলিশ হয়ে উঠবে বলেও মত দেন বিশিষ্টজনরা।
দেশে কোনো জঙ্গি নেই কেউ এ নিশ্চয়তা দিতে পারে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম।
পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
এবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞলের দেশ কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে...
পঙ্কিল রাজনীতি বিশ্ববিদ্যালয় চত্বরে না আনার আহবান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। কিন্তু সে রাজনৈতিক বিশ্বাস, বিশ্বাসের...
সুনামগঞ্জে একদল অবৈধ অস্ত্রধারীর সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ করেছে পুলিশ। তবে কাদের গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন তা জানাতে পারেনি পুলিশ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ তিন জন কেন্দ্রীয় নেতা সম্প্রতি জামায়াত–ই–ইসলামী পাকিস্তানের ছাত্রসংগঠন ইসলামী জমিয়ত–ই–তালাবা পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত