ভারত ভিসা বন্ধ রাখায় চিকিৎসার জন্য চীন বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এসময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের পর দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বিশ্বের বিভিন্ন দেশের মতো, বাংলাদেশেও সহায়তা কার্যক্রম স্থগিত করেছে। কিন্তু এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি।
বিগত ৫০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্যনিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিয়ে আসছে। যা পরিচালিত হচ্ছিলো দেশটির সহায়তা সংস্থা ইউএসএআইডির মাধ্যমে।
রোহিঙ্গা সঙ্কট সমাধানেও ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে পাশে ছিলো সংস্থাটি। তবে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই ইউএসএআইডি’র তহবিল ৯০ দিনের জন্য স্থগিত করেছে। বাংলাদেশেও সংস্থাটির কার্যক্রম বন্ধের ঘোষণা এসেছে।
চীন সফর থেকে ফিরে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সফরটি বেশ ইতিবাচক ছিলো। ভিসা জটিলতায় বাংলাদেশি রোগীদের ভারতে চিকিৎসা বন্ধ প্রায়। এমন পরিস্থিতিতে চীনের কুনমিংকে বিকল্প হিসেবে বেছে নেওয়া যেতে পারে। এজন্য চীনকে ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ করা হয়েছে।
তিনি জানান, উচ্চ পর্যায়ের আলোচনায় চীনের কাছ থেকে নেওয়া ঋণের সুদহার কমানো ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ করেছে। এ ব্যাপারে চীন ইতিবাচক বলে জানান তিনি। চীনের সঙ্গে অভিন্ন নদীর পানি বণ্টন নিয়েও অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নিজেদের অর্থায়নে বাংলাদেশে একটি হাসপাতাল করতে চায় চীন। সেই হাসপাতালের জন্য সরকার পূর্বাচলে জায়গা বরাদ্দ দেবে।