সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
 

ভারতীয় নারীর হত্যাকাণ্ডকে বাংলাদেশে ধর্ষণের ঘটনা হিসেবে প্রচার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫১ পিএম

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনলাইনে প্রচারিত একটি ভিডিওকে ভ্রান্ত বলে প্রমাণ করেছে। ভিডিওটিতে দাবি করা হয়েছিলো, সম্প্রতি বাংলাদেশে একজন নারীকে ধর্ষণ করে তার জিভ কেটে ফেলা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ঘটনা বাংলাদেশে নয়, বরং ভারতে ঘটেছে।

রিউমার স্ক্যানার জানায়, সম্প্রতি ভারতের একটি ঘটনার ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে একজন নারীকে ধর্ষণ করে তার জিভ কেটে ফেলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

সোমবার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে ফ্যাক্ট-চেকিং সংস্থাটি জানায়, সম্প্রতি রাস্তায় গুরুতর আহত অবস্থায় এক নারীকে বসে থাকতে দেখা যায় এবং লোকজন তাকে প্রশ্ন করছেন- এমন একটি ভিডিও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে।

প্রচারণায় দাবি করা হয়েছে, ওই নারী একজন পর্যটক এবং তাকে টেকনাফে গণধর্ষণ বা কুমিল্লায় রাস্তায় পেটানো হয়েছে এবং তার ঠোঁট ও জিভ কেটে ফেলা হয়েছে। আরও দাবি করা হয়েছে, তাকে ধর্ষণ করে জিভ কেটে দেওয়া হয়েছে, যাতে তিনি কিছু বলতে না পারেন।

তদন্তে জানা যায়, যখন ওই আহত নারীকে তার বাড়ির অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন একজন ব্যক্তি তার অস্পষ্ট উত্তরের প্রেক্ষিতে মুর্শিদাবাদের কথা উল্লেখ করেন। উল্লেখ্য, মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলা।

এই তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কীওয়ার্ড দিয়ে অনুসন্ধানে দেখা যায়, ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’-এর ওয়েবসাইটে ২২ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ‘জয়নগরের ধানক্ষেতের পাশে এক নারীর মরদেহ উদ্ধার, পুলিশ তদন্ত করছে।’

প্রতিবেদনে বলা হয়, ২০ জানুয়ারি রাতে ভারতের পশ্চিমবঙ্গের জয়নগরে বকুলতলা থানার অন্তর্গত রথতলা এলাকায় একটি ধানক্ষেতের পাশে ইটের রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারীর শরীরে গুলির আঘাত ছিলো, তার মুখের একপাশ থেঁতলানো ছিলো এবং কয়েকটি দাঁত ভাঙা ছিলো।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার একই ঘটনার সংবাদ প্রকাশ করেছে।

আরও অনুসন্ধানে দেখা যায়, ২৪ জানুয়ারি ‘ভিশন ১৮ বাংলা’ নামে একটি ইউটিউব চ্যানেলে ‘জয়নগরের খবর : বকুুলতলায় ধানক্ষেতের পাশে রক্তাক্ত মরদেহ উদ্ধার, পুলিশ তদন্ত করছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটির বিষয়বস্তু এবং চারপাশের পরিবেশ প্রশ্নবিদ্ধ ভিডিওটির সঙ্গে মিল পাওয়া গেছে।

এছাড়া, ‘নিউজ ১৮’-এর ইউটিউব চ্যানেলে ২৫ জানুয়ারি ‘জয়নগরের খবর : জয়নগরের নারী হত্যার অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি, বকুলতলায় এক নারীকে কুপিয়ে হত্যা!’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতেও একই ভিডিও ব্যবহার করা হয়েছে।

এর পাশাপাশি, ভারতীয় ফেসবুক ব্যবহারকারী রেখা পাত্রার একটি পোস্টে ওই নারীর ভিডিও পাওয়া গেছে এবং পোস্টের ক্যাপশনও নিশ্চিত করে যে ভিডিওটি পশ্চিমবঙ্গের।

উপরের তথ্য থেকে এটি নিশ্চিত করা যায় যে সংশ্লিষ্ট ভিডিওটির ঘটনাটি বাংলাদেশে ঘটেনি।

সুতরাং সম্প্রতি ভারতের একটি ঘটনার ভিডিও বাংলাদেশে ঘটেছে দাবি করে প্রচার করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে একজন নারীকে ধর্ষণ করে তার জিভ কেটে ফেলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা বলে রিউমার স্ক্যানার নিশ্চিত করেছে।

আরবিএস
আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া দ্রুততর করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বুধবার সাতটি দেশকে ‘নিরাপদ উৎস দেশ’ হিসেবে ঘোষণা করেছে।
প্রায় ১৫ বছর পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।...
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাট হাতে ১৭৮ রান সংগ্রহ করে নিগার সুলতানারা। তবেই সেই লক্ষ্য মাত্র তিন উইকেট...
নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কথা কাজে কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। তার অভিযোগ, সরকার দেশের জন্য নয়, আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে।
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলার চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত