জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় শোক দিবসে রোববার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫টায় ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করেন তিনি।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর বিউগলের করুণ সুরের মূর্ছনায় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তিনি।
আরও পড়ুন: 'বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ব্যক্তিদের চিহ্নিত করতে হবে'
পরে তিনি বনানী কবরস্থানে যান। সেখানে চিরননিদ্রায় শায়িত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৯৭৫ এর ১৫ আগস্টের অন্য নিহতদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয়ভাবে কর্মসূচি পালনের পাশাপাশি দলীয় ভাবে বিভিন্ন কর্মসূচির পালন করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
একাত্তর/এসজে