সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

সীমানা নির্ধারণ আইনের জটিলতা কাটাতে সংশোধন প্রস্তাব পাঠাবে ইসি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএম

বিদ্যমান সীমানা নির্ধারণ আইনের জটিলতা দূর করতে সরকারের কাছে সংশোধন প্রস্তাব পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত কমিটিকে আগামী কমিশন সভার মধ্যে প্রস্তুতি তুলে ধরার জন্য বলা হয়েছে। 

বৃহস্পতিবার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে তৃতীয় কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ মন্তব্য করেন।

মো. সানাউল্লাহ বলেন, কমিশন সভায় চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ১১টি এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়।

ভোটার তালিকা আইনের বিষয়ে আরও গবেষণা করে পর্যালোচনা মতামত কমিশনে উপস্থাপনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

এসময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সভায় বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে। মূলত আমরা বেশ কিছু কমিটির গঠন করেছি।

ভোটার তালিকা আইন ২০০৯ এর পর্যালোচনার বিষয়ে তিনি বলেন, আমাদের মনে হয়, এটা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। সুতরাং সংশ্লিষ্ট কমিটিকে আরও পর্যালোচনার জন্য দেওয়া হয়েছে। দেশের জনসাধারণের শহরমুখী প্রবণতা রয়েছে। জনসংখ্যার ভিত্তিতে করলে শহরের দিকে আসন সংখ্যা বাড়বে, অন্য এলাকায় কমে যাবে। সেটা সঠিক রিপ্রেজেন্টেশন হবে না বলে কমিশন মনে করে। ভোটার তালিকা আইন আরও পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হচ্ছে ইসিকে।

এছাড়া সীমানা নির্ধারণ আইন ২০২১ পর্যালোচনার বিষয়ে তিনি বলেন, বর্তমানে যে আইনটি রয়েছে, এর দুটো বিষয় সমস্যার সৃষ্টি করছে। মূলত জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে এ সীমানা নির্ধারণের বিষয়টি করা হয়। আমরা করতে চাচ্ছি -ভৌগোলিক আয়তন, অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদনের ভিত্তিতে সীমানা নির্ধারণ করার।

এ কমিশনার বলেন, একটি উপধারায় করণিক (টাইপিং মিসটেক) ভুল রয়েছে। ফলে নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না। আসলে সেটা হওয়ার কথা নয়। আমরা সমস্যাটি তুলে ধরে সংশোধনের (সরকারের কাছে) জন্য লিখবো।

এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ১৬টি বিষয়ে ১৫০টির মতো সুপারিশের সারসংক্ষেপে প্রকাশ করেছে বলেও জানান তিনি।  

আরবিএস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, যেসব গণমাধ্যম সাংবাদিকদের সম্মানজনক বেতন, ভাতা দেবে না। সেসব গণমাধ্যম আর দরকার নেই।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 
আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিবন্ধন পাওয়া ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার অনুমোদন বাতিল করেছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিটি।
রোহিঙ্গাদের ডাটা বা তথ্য নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে শেয়ার (ভাগাভাগি) করতে রাজি হয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর)।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত