অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন খাতের সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এসময় তিনি বলেন, ছয় সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে এ বৈঠক করেন। তিনি সংস্কার প্রতিবেদন বিষয়ে খোঁজ নিয়েছেন।
তারা এখন কোনটা মধ্যমেয়াদে আর কোনটা দীর্ঘমেয়াদে সংস্কার হবে, জানাবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি এই ভবনেই হবে।
তিনি বলেন, ছয় কমিশনের কাজ ৮ তারিখ শেষ হবে। সেদিন থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন বসবে। সেখানে আলী রীয়াজ সহ-সভাপতি হিসেবে বসবেন। কি পদ্ধতিতে কী করা হবে সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে করা হবে।
তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলবে, রোজার মধ্যেও চলতে পারে আলোচনা। আলোচনা সাপেক্ষে যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছবে সেগুলো সংবিধানে সংযোজন করা হবে।