করোনা পরিস্থিতির উন্নতি হলেই নিরপেক্ষ কমিশন করে জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা ছিলেন তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত পলাতক পাঁচ আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
রোববার আখাউড়া উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানকে খুনি অভিহিত করে আইনমন্ত্রী বলেন, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্র ও হত্যাকারী।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তারা রাজাকার আলবদরকে দেশ শাসন করার রাস্তা করে দিয়েছিল। আর সে কাজটি খুনি জিয়াউর রহমান থেকে শুরু হয়েছিল।
তিনি জানান, যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলো, তাদেরকে চিহ্নিত করে বাংলার মানুষের কাছে সাক্ষ্য প্রমাণসহ তাদের মুখোশ উন্মোচন করতে একটি কমিশন হবে।
আরও আগেই কমিশন গঠন হতো, কিন্তু করোনা মহামারির কারণে একটু বিলম্ব হচ্ছে। করোনার প্রকোপ কিছুটা কমে আসলে কমিশন গঠন করার প্রতিশ্রুতি দেন আইনমন্ত্রী।
তিনি বলেন, ‘খুনি মোশতাক, খুনি জিয়া এবং অন্যান্যরা এতই ভীত ছিলো তারা নিজেরা যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে সে ব্যাপারে জনগণকে প্রমাণ করার জন্য একটা আইন পাশ করে। সে আইনটা বলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে সেটার বিচার হতে পারবে না। আমার তো মনে হয় জঙ্গলের পশুরাও এমন আইন করে না’।
মন্ত্রী আরো বলেন, ‘এই আইনের মাধ্যমে প্রমাণ পায় মোশতাক, জিয়া এবং অন্যান্যরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করার ষড়যন্ত্র এবং হত্যাকারী ছিলো’।
এদিকে, রাজউক ভবন বঙ্গবন্ধুর মুর্যাল উন্মোচন অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ বলেন, পঁচাত্তরের পর স্বাধীনতাবিরোধী শক্তি বঙ্গবন্ধুর আদর্শ নির্মূল করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যার দৃঢ় নেতৃত্বে তারা ব্যর্থ হয়েছে।
আর, গুলশানের নগর ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানিয়ে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, শোক দিবসে প্রতিজ্ঞা হোক, দখলমুক্ত ঢাকা।
বিআইডব্লিউটিয়ে ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এ সময় উদ্বোধন করা হয় মুজিব কর্নার।
এছাড়া বিজয় সরণিতে সম্মিলিত সামরিক জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল।
একাত্তর/এআর