সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
 

বঙ্গবন্ধু হত্যার পেছনে জড়িতদের খুঁজতে কমিশন হচ্ছে

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০৬:০৮ পিএম

করোনা পরিস্থিতির উন্নতি হলেই নিরপেক্ষ কমিশন করে জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা ছিলেন তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত পলাতক পাঁচ আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। 

রোববার আখাউড়া উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানকে খুনি অভিহিত করে আইনমন্ত্রী বলেন, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্র ও হত্যাকারী।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তারা রাজাকার আলবদরকে দেশ শাসন করার রাস্তা করে দিয়েছিল। আর সে কাজটি খুনি জিয়াউর রহমান থেকে শুরু হয়েছিল।

তিনি জানান, যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলো, তাদেরকে চিহ্নিত করে বাংলার মানুষের কাছে সাক্ষ্য প্রমাণসহ তাদের মুখোশ উন্মোচন করতে একটি কমিশন হবে। 

আরও আগেই কমিশন গঠন হতো, কিন্তু করোনা মহামারির কারণে একটু বিলম্ব হচ্ছে। করোনার প্রকোপ কিছুটা কমে আসলে কমিশন গঠন করার প্রতিশ্রুতি দেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘খুনি মোশতাক, খুনি জিয়া এবং অন্যান্যরা এতই ভীত ছিলো তারা নিজেরা যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে সে ব্যাপারে জনগণকে প্রমাণ করার জন্য একটা আইন পাশ করে। সে আইনটা বলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে সেটার বিচার হতে পারবে না। আমার তো মনে হয় জঙ্গলের পশুরাও এমন আইন করে না’।

মন্ত্রী আরো বলেন, ‘এই আইনের মাধ্যমে প্রমাণ পায় মোশতাক, জিয়া এবং অন্যান্যরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করার ষড়যন্ত্র এবং হত্যাকারী ছিলো’।

এদিকে, রাজউক ভবন বঙ্গবন্ধুর মুর‍্যাল উন্মোচন অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ বলেন, পঁচাত্তরের পর স্বাধীনতাবিরোধী শক্তি বঙ্গবন্ধুর আদর্শ নির্মূল করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যার দৃঢ় নেতৃত্বে তারা ব্যর্থ হয়েছে। 

আর, গুলশানের নগর ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানিয়ে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, শোক দিবসে প্রতিজ্ঞা হোক, দখলমুক্ত ঢাকা।

বিআইডব্লিউটিয়ে ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এ সময় উদ্বোধন করা হয় মুজিব কর্নার।

এছাড়া বিজয় সরণিতে সম্মিলিত সামরিক জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল।


একাত্তর/এআর

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে...
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে শুক্রবার কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে আয়োজিত ইফতারে যোগ দিতে এসে রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য নেয়ামত উল্লাহ মারা...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুমো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অনলাইনে চলছে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে ২৫ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে...
নতুন দল গঠন করে ছাত্রনেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে আবারও ১/১১ এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়কার মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত