দেশেই উৎপাদন হতে চলেছে চীনের সিনোফার্মের করোনা টিকা। এই টিকা উৎপাদন আগামীকাল সোমবার ( ১৬ আগস্ট) ত্রিপক্ষীয় চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইনসেপটা ফার্মাসিউটিক্যাল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, করোনার টিকা সংক্রান্ত বিষয়াদি নিয়ে চীন ও বাংলাদেশের মধ্যে সোমবারের সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ইনসেপ্টা চীন থেকে টিকা তৈরির কাঁচামাল এনে তা বাংলাদেশে বোতলজাত ও বাজারজাত করবে। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত করোনা প্রতিরোধক টিকাটি অপেক্ষাকৃত কম দামে বাংলাদেশে সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: নিলামে মেসির চোখের জলে ভেজা টিস্যু, দাম সাড়ে ৮ কোটি টাকা
এর আগে গত ২৮ এপ্রিল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীন ও রাশিয়া উদ্ভাবিত করোনার টিকা বাংলাদেশের কয়েকটি ওষুধ কোম্পানির মাধ্যমে দেশেই উৎপাদনে নীতিগত অনুমোদন দেয়।
এদিকে, সিনোফার্মের এই টিকা দেশে প্রয়োগ শুরু হয় গত ২৫ মে থেকে।
চীন থেকে এ পর্যন্ত এক কোটি ২৫ লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে। এর মধ্যে চীন সরকার ২১ লাখ ডোজ বাংলাদেশকে উপহার হিসেবে দেয়। ৩৪ লাখ ডোজ আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ভ্যাকসিন অ্যালায়েন্স গাভি পরিচালিত কোভ্যাক্স কর্মসূচির আওতায়। বাকি ৭০ লাখ ডোজ টিকা এসেছে ক্রয়চুক্তির আওতায়।
একাত্তর/এসি