নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বর্তমানে যে আইন আছে তা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা নির্ধারণ আইন মানুষের আকাঙ্খা অনুযায়ী হবে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি আনোয়ারুল বলেন, সীমানা নির্ধারণ প্রক্রিয়াটি একটা জটিল। সেক্ষেত্রে বিদ্যমান আইন সংশোধন হলে আমরা (সীমানা নির্ধারণে) ব্যবস্থা নেবো।
এক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থাপনার সুবিধা, উন্নয়ন কর্মকাণ্ড, জনসংখ্যার বিষয়, ভৌগলিক অবস্থা, বাস্তবতার পরিপ্রেক্ষিতে মানুষের সুবিধা-অসুবিধা দেখে তা করা হবে, যোগ করেন তিনি।
এসময় আগামী জাতীয় নির্বাচন যেকোনো মূল্যে ভালোভাবে করার জন্য নির্বাচন কমিশন ডিসিদের বার্তা দেবে বলে জানান মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বলেন, ইসি বিশ্বাস করে, এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হবে।
দল নিরপেক্ষ রিটার্নিং অফিসার বা ডিসি নিয়োগের বিষয়ে এ নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণা করার পর নির্বাচন কমিশন যদি মনে করে কোনো জেলায় নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন, কমিশন কঠোরভাবে সে সিদ্ধান্তে অটল থাকবে।
নির্বাচন কমিশন নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি তুলে ধরে আনোয়ারুল ইসলাম বলেন, প্রয়োজনে কমিশন এ বিষয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালাতে পারে।
আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বলার সময় এখনও আসেনি। আরেকটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা বলতে আরও সময় লাগবে। এ বিষয়ে আমরা এখনও কিছু বলতে চাচ্ছি না। সময়ই বলে দেবে, সময়ই আমাদের গাইড করবে। সময়ই বলবে আমরা কী সিদ্ধান্ত নিচ্ছি।