তালেবানরা আফগানিস্তান দখল করার প্রেক্ষিতে সেদেশের মানুষ প্রাণপণে দেশ ছেড়ে পাড়ি জমাচ্ছে যে যেখানে পারছে। এমতবস্থায় বাংলাদেশকে কিছু আফগান নাগরিককে আশ্রয় দেয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (১৬ আগস্ট) রাতে একথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমে ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানায়। যুক্তরাষ্ট্র এ সময় জানায় তারা বাংলাদেশসহ কিছু বন্ধু দেশকে এ অনুরোধ জানিয়েছে। এরপর আমরা জানতে চেয়েছিলাম কোন কোন দেশকে তারা এ অনুরোধ জানিয়েছে। কত আফগান নাগরিককে কত দিনের জন্য রাখতে হবে। এ বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।
আরও পড়ুন: ই-অরেঞ্জ এর বিক্ষুব্ধ গ্রাহকরা মাশরাফির বাড়িতে!
তিনি আরও বলেন, এমনিতেই ১১ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সমস্যায় আছে। নতুন করে কোনো দেশের লোকজনকে আশ্রয় দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশের নেই। তাই আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি নাকচ করে দিয়েছি।
একাত্তর/আরএইচ