আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর ক্ষমতা দখলে বাংলাদেশের এখনই আতঙ্কিত হবার কিছু নেই বলে মন্তব্য করেছেন সাবেক এবং বর্তমান কূটনীতিকরা।
তবে আফগান শরণার্থীদের বাংলাদেশ গ্রহণ না করলে, রোহিঙ্গাদের জন্য সহায়তা কমতে পারে বলে আশঙ্কা তাদের।
আর, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলছেন, কোন ভাবেই আফগান শরণার্থীদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ রাখা হবে না।
তালেবানরা কাবুল দখলের পর লাখ লাখ আফগান শরণার্থী যখন দেশ ছাড়ছিলও, তখন তাদের বাংলাদেশে আশ্রয় দেবার জন্য প্রথমে ওয়াশিংটনে এবং পরে ঢাকায় বাংলাদেশ মিশনে কূটনৈতিক বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র।
এই সময় বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশে শরণার্থীদের পাঠানোর জন্য প্রস্তাব করা হয়েছে কিনা, তা জানতে চায় ঢাকা। যদিও মেলেনি কোন উত্তর।
সোমবার (১৬ আগস্ট) এই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তালেবান সরকার যদি হয় কিংবা হয়েছে এবং সেটা জনগণের সরকার হলে আমাদের দরজা অবশ্যই খোলা থাকবে।’
আর, কূটনীতিকরা বলছেন, বিশ্বের নজর রোহিঙ্গা থেকে এখন ঘুরতে পারে আফগানদের উপর। তবে, তিন হাজার কিলোমিটার দূরে অবস্থিত কাবুলে তালেবান ক্ষমতায়ন নিয়ে এখনই চিন্তিত হবার কিছু নেই বলেও মনে করছেন তারা।
একাত্তর/এআর