সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
 

গুতেরেসের সফরে আবারও আলোচনায় রোহিঙ্গা সঙ্কট

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৮:১১ পিএম

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের চার দিনের বাংলাদেশ সফরে, আবারও সামনে এলো বিশ্ববাসীর নজরের বাইরে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ। বাংলাদেশের চলমান সংস্কার প্রশ্নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ঐক্য ও সমর্থনের আহবানে গুতেরেসের সম্মতির বিষয়টিকেও গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। 

বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে অ্যান্টোনিও গুতেরেসের দেওয়া বার্তাকেও তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

গেলো আট বছর ধরে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ। তাদের ভরণ পোষণ করে আসছে জাতিসংঘসহ বিভিন্ন দাতা সংস্থা। তবে, রোহিঙ্গাদের অর্থায়ণে যুক্তরাষ্ট্রের পিছিয়ে আসার প্রেক্ষাপটে তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ।  

এমন পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিবের দিনব্যাপী কর্মসূচি নতুন আশার জন্ম দিয়েছে। রোহিঙ্গা অর্থায়ন ও প্রত্যাবাসন- এই দুই ইস্যুতেই গুতেরেসের সফর বিশ্ব সম্প্রদায়ের নজর কেড়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী। 

রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারের রাখাইন এখন বিদ্রোহী আরাকান আর্মির দখলে। সেখানে তৈরি হয়েছে দুর্ভিক্ষের ঝুঁকি। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন কতোটা সম্ভব; যখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলছেন, পরের ঈদেই মাতৃভূমিতে ঈদ করতে পারবে রোহিঙ্গারা।  

নাঈম আশফাক চৌধুরী মনে করেন, বর্তমান সরকারের নেয়া সংস্কার কার্যক্রমে গুতেরেসের সমর্থন ও ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ নির্মানের বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

আর, রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মল্লিক বলেছেন, শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদানের কথা স্বীকার করে বিশ্বকে যে বার্তা দিয়েছেন সেটিকেও দেশের জন্য ইতিবাচক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়ে গেছেন জাতিসংঘ মহাসচিব। 

একাত্তর/এসি
এপ্রিলের গরম আর হালকা থেকে মাঝারি বৃষ্টিতে আবারও বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। কীটতত্ববিদরা বলছেন, গরম ও হালকা বৃষ্টির পরিবেশ এডিস মশাদের বংশ বৃদ্ধিতে সহায়ক।
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ স্লোগানে ১৪৩২ বাংলা বছর বরণ করে নিতে প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। চারুকলা অনুষদ কর্তৃপক্ষ বলছে, চব্বিশের চেতনা ধারণ করেই এবারের আয়োজন...
পরিবার সমাজ ও রাষ্ট্র; এই তিন প্রতিষ্ঠান সচেতনভাবে কাজ করলেই কেবল নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ও ধর্ষণ রোধ করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।
পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে জার্মানিতে যেতে শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সামনে এসময় ৪০ বছরও ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।...
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাট হাতে ১৭৮ রান সংগ্রহ করে নিগার সুলতানারা। তবেই সেই লক্ষ্য মাত্র তিন উইকেট...
নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কথা কাজে কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। তার অভিযোগ, সরকার দেশের জন্য নয়, আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে।
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলার চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত