দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সরকার যেসব উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে তা যথাযথভাবে বাস্তবায়নে কাজ করে যেতে সচিবদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় চার বছর পর বুধবার সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সকাল ১০টায় এ সচিব-সভা শুরু হয়। প্রধানমন্ত্রী এই সভায় সরাসরি উপস্থিত ছিলেন না। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, “ইতোমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদের ভবিষ্যতে আরো অনেক দূর যেতে হবে। সেই পরিকল্পনাও আমরা নিয়েছি। ডেল্টা প্ল্যান মাথায় রেখেই বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে। এর বাস্তবায়ন যেন যথাযথভাবে হয়।”
দেশের তৃণমূল পর্যায়ের মানুষও যেন উন্নত জীবন পায়, দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায়, সবগুলো মৌলিক চাহিদা অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার সুযোগ পায়, সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও যেন এভাবে এগিয়ে যেতে পারে, সেইভাবেই আমাদের কার্যক্রম চালাতে হবে।”
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের পরিচালনায় শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসির সম্মেলন কক্ষে সচিবদের এই সভা অনুষ্ঠিত হয়।
একাত্তর/এআর