সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

সাগরে তৈরি হচ্ছে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২০ পিএম

সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে, যা পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এটির গতিপথ কোন দিকে থাকবে, তা এখনই বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা।

আর, বৃষ্টির পরিমাণ কম থাকায় সহসাই তাপমাত্রা কমছে না। গত বছরের মত এবারও তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ বইতে পারে দেশের বিভিন্ন জেলায়।

হঠাৎ করেই বিভিন্ন জেলায় বেড়েছে তাপের প্রখরতা। বিভিন্ন জেলায় পারদ উঠেছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো খুলনার মংলায় ৩৬ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

সূর্যের এই প্রখরতা থেকে বাঁচাতে গাছের ছায়াই ভরসা নিম্ন ও মধ্য আয়ের মানুষের। শীতল ছায়ায় ক্লান্তি দূর করতে ঘুমিয়েও নিচ্ছেন অনেকেই।

আবহাওয়া অফিস বলছে, শনিবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে চলতি মাসে দেশজুড়ে দুই থেকে চারটি মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বইতে পারে। বৃষ্টির পরিমাণ গত বছরের চেয়েও এই বছর বৃষ্টি কিছুটা কম হয়েছে। তাই সহসা তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছের আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই প্রাক বর্ষায় বৃষ্টি কম হচ্ছে। আবার বর্ষার শেষ দিকে বৃষ্টি বেড়ে যাচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তন অনেকটাই শঙ্কার।

তিনি আরও জানান, এরই মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জে একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। সেটি নিম্নচাপে রূপ নিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেটির গতিপথ সম্পর্কে জানা যাবে।

তবে এই আবহাওয়াবিদ নিশ্চিত করেছেন, চলতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবার কোন সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় তৈরি হলেও সেটি এপ্রিলের তৃতীয় সপ্তাহ বা শেষ দিকে হতে পারে।

একাত্তর/আরএ
রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সন্ধ্যার পর থেকে কমে আসবে বৃষ্টিপাতের পরিমাণ। সম্পূর্ণ না থামলেও শুক্রবার (১১ জুলাই) সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঢাকাসহ দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ছয় জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামি পাথর নিক্ষেপকারী একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় জানানো হয়নি।
সূত্রাপুরের কাগজি টোলায় একটি বাসায় আগুনের ঘটনায় দগ্ধ আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শিশুসহ মৃত্যু হলো দুই জনের।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশ দিয়েছে।
বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশার এপিএস ও খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের ২ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত