যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত শুল্কের প্রভাব দেশের অর্থনীতিতে তেমন পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এছাড়া বাংলাদেশের আর্থিকখাতের সংস্কারের পদক্ষেপে আইএমএফ সন্তুষ্ট এবং জুনেই চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণের অর্থছাড় বলেও আশাবাদী তিনি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল -আইএমএফের চলমান ৪৭০ কোটি ডলারের ঋণচুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে বাংলাদেশ কতটা শর্ত পূরণ করেছে, তার অগ্রগতি জানতেই আবার ঢাকায় এসেছে আইএমএফের প্রতিনিধি দল। আজ সকালে অর্থ সচিব ও পরে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক হয় তাদের। পরে অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশ সংস্কারের অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফের প্রতিনিধি দল।
সম্প্রতি বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপে অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে এ বিষয়ে রোববার সকালেই অর্থ উপদেষ্টার কাছে জানতে চান গণমাধ্যম কর্মীরা। জবাবে, আমদানি বৃদ্ধির মাধ্যমে সমন্বয়ের কথা জানান উপদেষ্টা।
এদিকে, যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের প্রভাব মোকাবিলা সরকারের টপ প্রায়োরিটি বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।