সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
 

এপ্রিলের গরম ও হালকা বৃষ্টিতে বাড়তে পারে এডিস, ডেঙ্গুর আশঙ্কা

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পিএম

এপ্রিলের গরম আর হালকা থেকে মাঝারি বৃষ্টিতে আবারও বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। কীটতত্ববিদরা বলছেন, গরম ও হালকা বৃষ্টির পরিবেশ এডিস মশাদের বংশ বৃদ্ধিতে সহায়ক। তাই বর্তমানে হাসাপাতালে ডেঙ্গু রোগী না থাকলেও স্বস্তির কোন সুযোগ নেই। বছরব্যাপী ডেঙ্গু বিস্তারের শঙ্কা মাথায় রেখেই সিটি কর্পোরেশন এডিসের লার্ভা ধ্বংসের কাজ চালিয়ে যেতে হবে বলে মনে করছেন তারা। 

মহাখালীর ডিএনসিসি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চলতি সপ্তাহেও রোগী ভর্তি ছিলো ২৮ জন। শিশু থেকে বয়স্ক সব বয়সী রোগীই আছে হাসপাতালে।

তীব্র পেট ব্যথা, পেট ফুলে যাওয়া, রক্তবমি. শ্বাসকষ্ট, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, দ্রুত হৃদস্পন্দনের মতো নানা রকম উপসর্গ নিয়ে এই রোগীরা হাসপাতালে এসেছেন। 

ঢাকার অন্য হাসপাতালেও রোগী ভর্তির হার নিম্নমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৫৪ জন। মারা গেছে ১৪ জন। 

কীটতত্ববিদ ড. কবিরুল বাশার বলছেন, এরিমধ্যে থেমে থেমে বৃষ্টি। সেই সাথে বাড়ছে গরম। বৃষ্টি ও গরমের এই ভ্যাপসা পরিবেশেই জন্মায় এডিস মশা। কেবল ঢাকাই নয়। কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, বরিশাল,বরগুণাসহ দেশের বিভিন্ন জেলা আছে ডেঙ্গু ঝুঁকিতে। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আরও বলেন, এ বছর এই সময় অন্য বছরের তুলনায় মশার ঘনত্ব বেশি। গত ৬ এপ্রিল এক দিনে প্রায় ৫২ জন আক্রান্ত হয়। অথচ গত বছর এই সময়ে এত আক্রান্ত ছিল না। আমাদের গবেষণা মূলত তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাতের ওপর নির্ভর করে পরিচালিত হয়। 

তিনি বলেন, গবেষণা অনুযায়ী মশার ঘনত্ব বেড়েছে। সে অনুযায়ী এ বছর অনেক বেশি এডিস মশা দ্বারা আক্রান্ত হবে মানুষ, যদি এখনি পদক্ষেপ না নেওয়া হয়। এবার ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও ডেঙ্গু রোগী হবে। সিটি করপোরেশনের মতো পৌরসভায় কিন্তু মশা নিয়ন্ত্রণে কোনো কাঠামো নেই। এক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে মশা নিয়ন্ত্রণে আরও উদ্যোগী হতে হবে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলছেন, আগামী এপ্রিল-মে মাস থেকে সারাদেশে প্রতি সপ্তাহেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। জুন থেকে হবে ভারি বৃষ্টি।

বর্ষার আগের এই সময়টাকে ডেঙ্গুর জন্য বেশী ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এডিসের লার্ভা ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ দিচ্ছে কীটতত্ত্ববিদরা। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৩ সালে প্রথম তিন মাসে হাসপাতালে ভর্তি রোগী ছিল ৮৪৩ জন। আর ২০২৪ সালে প্রথম তিন মাসে ভর্তি হয়েছে ১ হাজার ৭০৫ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৯৭ জন। এর মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৮ শতাংশ নারী রয়েছে।

এআরএস
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ স্লোগানে ১৪৩২ বাংলা বছর বরণ করে নিতে প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। চারুকলা অনুষদ কর্তৃপক্ষ বলছে, চব্বিশের চেতনা ধারণ করেই এবারের আয়োজন...
পরিবার সমাজ ও রাষ্ট্র; এই তিন প্রতিষ্ঠান সচেতনভাবে কাজ করলেই কেবল নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ও ধর্ষণ রোধ করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।
পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে জার্মানিতে যেতে শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সামনে এসময় ৪০ বছরও ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।...
বাংলাদেশ যে স্বাধীনভাবে তার পররাষ্ট্রনীতি চর্চা শুরু করেছে প্রধান উপদেষ্টার চীন সফর সেটির বড় উদাহরণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
জলবায়ু সঙ্কট মোকাবিলায় আঞ্চলিক ও বিশ্বনেতাদের এক সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২০২৫-২৬ কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের বার্তা সম্পাদক সাহাদাৎ রানা ও সাধারণ স
স্থানীয় ইলেকট্রনিক্স পণ্যের বাজারে শীর্ষস্থান বজায় রাখার পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হতে এগিয়ে যাচ্ছে ‘ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’। চলছে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা...
‘আর্থনা সামিট-২০২৫’ -এ যোগ দিতে চার দিনের সফরে কাতারের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত