জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তের অধ্যাদেশ বাতিলসহ চার দাবিতে সংস্থাটির প্রধান কার্যালয়সহ এর আওতাধীন সারাদেশের ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস ও কর অঞ্চলে পূর্ণাঙ্গ কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববারও এই কর্মবিরতি পালন করবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
শনিবার (২৪ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কর্মকর্তারা।
কর্মসূচি পালনে ঢাকার সব কর্মীকে সকালে আগারগাঁও রাজস্ব ভবনে উপস্থিত হওয়ার নির্দেশনাও দেয়া হয় সংবাদ সম্মেলনে।
জানানো হয়, সংস্কার অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে দাবি আদায়ে আজ সারাদেশে কর্মবিরতি পালন করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা। এতে অচল হয়ে পড়ে রাজস্ব ব্যবস্থা।
সকাল থেকে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জড়ো হন শত শত কর্মকর্তা-কর্মচারী। সহিংসতার আশঙ্কায় এনবিআর ভবনে মোতায়েন করা হয় সেনাবাহিনী, বিজিবি ও অতিরিক্ত পুলিশ সদস্য।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, এনবিআরের শীর্ষ কর্মকর্তাদের বার্তা পেয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এদিকে আন্দোলন জোরদার হওয়ার পর থেকে এনবিআরে আসেননি সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান।
যেসব দাবিতে আন্দোলন
- নতুন অধ্যাদেশ বাতিল।
- চেয়ারম্যানকে অপসারণ।
- রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
- এনবিআরের প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনা করে প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।