সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
 

অধ্যাদেশ বাতিলসহ চার দাবিতে কর্মবিরতি চলবে: এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

আপডেট : ২৪ মে ২০২৫, ০৫:২৮ পিএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তের অধ্যাদেশ বাতিলসহ চার দাবিতে সংস্থাটির প্রধান কার্যালয়সহ এর আওতাধীন সারাদেশের ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস ও কর অঞ্চলে পূর্ণাঙ্গ কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববারও এই কর্মবিরতি পালন করবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

শনিবার (২৪ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কর্মকর্তারা।

কর্মসূচি পালনে ঢাকার সব কর্মীকে সকালে আগারগাঁও রাজস্ব ভবনে উপস্থিত হওয়ার নির্দেশনাও দেয়া হয় সংবাদ সম্মেলনে।

জানানো হয়, সংস্কার অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে দাবি আদায়ে আজ সারাদেশে কর্মবিরতি পালন করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা। এতে অচল হয়ে পড়ে রাজস্ব ব্যবস্থা।

সকাল থেকে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জড়ো হন শত শত কর্মকর্তা-কর্মচারী। সহিংসতার আশঙ্কায় এনবিআর ভবনে মোতায়েন করা হয় সেনাবাহিনী, বিজিবি ও অতিরিক্ত পুলিশ সদস্য।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, এনবিআরের শীর্ষ কর্মকর্তাদের বার্তা পেয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এদিকে আন্দোলন জোরদার হওয়ার পর থেকে এনবিআরে আসেননি সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান।

যেসব দাবিতে আন্দোলন

  • নতুন অধ্যাদেশ বাতিল।
  • চেয়ারম্যানকে অপসারণ।
  • রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
  • এনবিআরের প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনা করে প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।
একাত্তর/আরএ
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বরখাস্তের পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংযুক্ত করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন দপ্তর-সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে, কর্মস্থল ত্যাগ করলে কিংবা বিলম্বে কর্মস্থলে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি বিধি...
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে পূর্বঘোষিত কর্মসূচি পালনে দৃঢ়প্রতিজ্ঞ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণসহ একাধিক দাবিতে আজও কলম বিরতি পালন করছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। 
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি-প্রকৃতি...
অনিয়মের অভিযোগে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৬ জনসহ মোট ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 
বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধন করার যে নির্দেশনা ছিলো তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। নির্দেশনা থাকায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন...
জুলাই অভ্যুত্থানের মহত্ত্ব ও গুরুত্বকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যথাযথ মর্যাদা দেয়। কিন্তু জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত