করোনা ভাইরাসের টিকা বিক্রির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরটির মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
রোববার (২২ আগস্ট) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ডা. খুরশীদ আলম বলেন, স্পর্শকাতর এ বিষয়টির তদন্ত চলছে।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট দিবাগত রাতে রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনা ভাইরাসের মডার্নার টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) আটক করে পুলিশ। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার দুটি এম্পুল পাওয়া যায়। যার একটির মধ্যে টিকার আইসিক ছিল। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। সেগুলো জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: করোনার টিকা পেতে সাড়ে ৩ কোটি নিবন্ধন, দেড় কোটি ডোজ গ্রহণ
বিশেষজ্ঞরা জানালেন, টিকা বিক্রি ঠেকাতে এখনই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। একইসঙ্গে টিকার সরবরাহ, বিতরণ, পরিবহন ও প্রয়োগের প্রতিটি পর্যায়ে কঠোর মনিটর করার পরামর্শও দেন তারা।
একাত্তর/এসি