গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১০৮ জন। এ সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৮৯ জন বরিশালের, ৪ জন চট্টগ্রামের, ঢাকার ১৪ জন ও রাজশাহীর এক জন।
বুধবার ২৮৮ রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৫৭ জন পুরুষ ও ৫১ জন নারী।
বছরে মোট মৃত্যু হয়েছে ২৩ জনের।
চলতি বছরের ১ জানুয়ারি ১২ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৪১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ৮২০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৯১ জন।
২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। একইসময়ে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন।
দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। সে বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।