সরকারি চাকরিতে নতুন যোগ দেয়া কর্মচারীদের জন্য সুখবর জানালো সরকার। এখন থেকে তাদের চাকরিতে যোগ দেয়ার পর উৎসব ভাতা পেতে আর অপেক্ষা করতে হবে না।
সোমবার (২৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শামীম বানু শান্তি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।
এতে বলা হয়, এখন থেকে সরকারি/আধা-সরকারি-রাষ্ট্রীয় মালিকানাধীন এবং স্ব-শাসিত প্রতিস্থানসমূহে নবনিযুক্ত কর্মচারীগণ যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে, সেই মাসে বা তার পূর্ববর্তী মাসে যত তারিখেই যোগদান করিক না কেন যোগদানকৃত পদের মূলবেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন।
আরও পড়ুন: একদিনে মৃত্যু আরো কমলেও, বেড়েছে শনাক্তের সংখ্যা
পূর্বে সরকারি চাকরিতে নবনিযুক্ত কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা ছিল না। সাধারণত যে মাসে উৎসব সেই মাসে চাকরিতে যোগদান করলে যোগদান থেকে উৎসবের তারিখ পর্যন্ত সময়ে তার যে মূল বেতন তা হিসাব করে উৎসব ভাতা দেয়া হত।
একাত্তর/আরএইচ