সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
 

ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত দমন ব্যবস্থাপনার তাগাদা

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১০:৫২ পিএম

পরিবেশের ক্ষতি না করে, ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের তাগাদা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার, সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি একথা জানান। 

সভায় দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস বলেন, আবহাওয়া অনুকূলে চলে আসলেই ডেঙ্গুও নিয়ন্ত্রণে আসবে।

আর স্বাস্থ্য অধিদপ্তর চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান চলমান রাখার কথা বলেছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

গেলো বছরের চেয়ে এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হিসেবে সিটি কর্পোরেশনের অনেক চেষ্টার পরেও গত বছরের চেয়ে এবার ডেঙ্গু রোগী কমেনি বরং বেড়েছে। 

আরও পড়ুন: করোনায় কমলো নতুন রোগীর সংখ্যা, একদিনে মৃত্যু ১১৪

তবে, ফুলের টবে জমে থাকা পানিতে কয়েক ফোটা কেরোসিন দিলেই মশা বিস্তারের জায়গা ধ্বংস করা যায় বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে বললেন স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, ‘যদি ছাদ বাগান করেন তাহলে ফুলের টবের মধ্যে কয়েক ফোঁটা কেরোসিন তেল দিয়ে দেন। এর ফলে প্রতিদিন পানি সরাতে হবে না। কেরোসিন দিলে সেখানে লার্ভা হবে না’।

মন্ত্রী জানান, কীটপতঙ্গ নিয়ন্ত্রণে কোন অধিদপ্তরের দরকার নেই। তার পরিবর্তে সমন্বিত বলাই দমন ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তার জন্য কাজ চলছে। পরিবেশের ক্ষতি করা যাবে না।

লম্বা বর্ষার কারণে এবার জলাবদ্ধতা কমছে না, কমছে না এডিস মশার বিস্তার। দক্ষিণ সিটি মেয়র বললেন, আবহাওয়া অনুকূলে এলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূণ্যে নামিয়ে আনা যাবে।

আর, স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বেশী ঝুঁকিপূর্ণ জায়গা হিসেবে মিরপুর আর উত্তরাতে এবার মশক নিধন অভিযান চালানো হবে, আলাদা অনুষ্ঠানে বললেন উত্তরের মেয়র।

নগর প্রশাসন ও কীটতত্ত্ববিদরা স্পষ্ট করেই বলছেন, নগরবাসীর সচেতনতা ছাড়া ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই, কোথাও যেনো তিনদিনের বেশি জমা পানি না থাকে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।  


একাত্তর/এসজে 

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। তার দাবি,...
জুলাই-আগস্টের ঘটনার প্রভাব পররাষ্ট্রনীতিতেও পড়েছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তবে বিশ্ব-দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে...
‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখায় ইউনেস্কোর স্বীকৃতি ধরে রাখতে নতুন করে আবেদন করতে হবে।
ব্যারিস্টার এম সারোয়ার হোসেনের বক্তব্যটি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে এবং সংস্থাটি এর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার একটি ‍বিবৃতি দিয়েছে।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। তার দাবি,...
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে টাকা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ওই থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন লিখিত আবেদনের সঙ্গে দেওয়া টাকা নিয়ে বলছেন, ‘কম টাকা...
এদিকে সরকার আন্তরিক হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মনে করে দলটি। কিন্তু নির্বাচন কেন দিতে দেরি হচ্ছে তার কোনো উত্তর পাচ্ছে না বিএনপি। দলের নেতারা বলছেন, সংস্কার শেষে নির্বাচন বিলম্বিত করার...
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া) উপদ্রব বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, গত দুই সপ্তাহে সাপটির দংশনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চার কৃষক। বর্তমানে মাঠে যেতেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত