বরেণ্য লেখক, কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক বশীর আল হেলাল মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর পৌনে দুইটায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিছুদিন আগে করোনা থেকে সেরে ওঠার পর বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে ডিমেনশিয়ায় ভুগছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে লায়কা বশীর।
কথাশিল্পী, 'ভাষা আন্দোলনের ইতিহাস' এবং 'বাংলা একাডেমির ইতিহাস' বইয়ের লেখক, বাংলা একাডেমির সাবেক পরিচালক বশীর আল হেলাল ১৯৩৬ সালের ৬ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামের মীরপাড়ায় জন্মগ্রহণ করেন।
আরও পড়ুন: ম্যাগসেসে পুরস্কার পেলেন বিজ্ঞানী ফেরদৌসী কাদরী
তিনি ১৯৬৯ সালে বাংলা একাডেমির সহ-অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। সর্বশেষে তিনি বাংলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে ১৯৯৩ সালে অবসর গ্রহণ করেন।
তার লেখা উপন্যাস ও গল্পসমগ্রের মধ্যে রয়েছে- কালো ইলিশ, বেলগ্রেডের ডাক, তাদের সৃষ্টির পথে, ঘৃতকুমারী, শেষ পানপত্র, নূরজাহানদের মধুমাস ও শিশিরের দেশে অভিযান। ইতিহাস বিষয়ে তিনি লিখেছেন ‘ভাষা আন্দোলনের ইতিহাস’ বইটি।
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কার লাভ করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- আলাওল সাহিত্য পুরস্কার-১৯৯১, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-১৯৯৩, লেখিকা সংঘ পুরস্কার, গৌরী ঘোষাল স্মৃতি সম্মান পুরস্কার-২০০২ কলকাতা এবং অধ্যাপক আবুল কাশেম পুরস্কার-২০০৪।
মঙ্গলবার বিকেল পাঁচটায় বাংলা একাডেমি প্রাঙ্গণে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে।
একাত্তর/এসজে