সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

বাংলা একাডেমির সাবেক পরিচালক বশীর আল হেলাল আর নেই

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০৩:৫৮ পিএম

বরেণ্য লেখক, কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক বশীর আল হেলাল মৃত্যুবরণ করেছেন। 

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর পৌনে দুইটায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিছুদিন আগে করোনা থেকে সেরে ওঠার পর বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে ডিমেনশিয়ায় ভুগছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে লায়কা বশীর। 

কথাশিল্পী, 'ভাষা আন্দোলনের ইতিহাস' এবং 'বাংলা একাডেমির ইতিহাস' বইয়ের লেখক, বাংলা একাডেমির সাবেক পরিচালক বশীর আল হেলাল ১৯৩৬ সালের ৬ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামের মীরপাড়ায় জন্মগ্রহণ করেন। 

আরও পড়ুন: ম্যাগসেসে পুরস্কার পেলেন বিজ্ঞানী ফেরদৌসী কাদরী

তিনি ১৯৬৯ সালে বাংলা একাডেমির সহ-অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। সর্বশেষে তিনি বাংলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে ১৯৯৩ সালে অবসর গ্রহণ করেন।

তার লেখা উপন্যাস ও গল্পসমগ্রের মধ্যে রয়েছে- কালো ইলিশ, বেলগ্রেডের ডাক, তাদের সৃষ্টির পথে, ঘৃতকুমারী, শেষ পানপত্র, নূরজাহানদের মধুমাস ও শিশিরের দেশে অভিযান। ইতিহাস বিষয়ে তিনি লিখেছেন ‘ভাষা আন্দোলনের ইতিহাস’ বইটি।

সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কার লাভ করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- আলাওল সাহিত্য পুরস্কার-১৯৯১, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-১৯৯৩, লেখিকা সংঘ পুরস্কার, গৌরী ঘোষাল স্মৃতি সম্মান পুরস্কার-২০০২ কলকাতা এবং অধ্যাপক আবুল কাশেম পুরস্কার-২০০৪।

মঙ্গলবার বিকেল পাঁচটায় বাংলা একাডেমি প্রাঙ্গণে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। 


একাত্তর/এসজে 

গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
গণমাধ্যম সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়নযোগ‍্য সেগুলো অনতিবিলম্বে কার্যকর করতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ...
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। এতে বিভিন্ন বিষয়ে মোট ২০টি সুপারিশ করা হয়েছে। কমিশনের দাবি, যতোগুলো সুপারিশ করা হয়েছে, তার প্রতিটি তথ্যভিত্তিক। 
রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার মধ্যে বজ্রসহ কালবৈশাখী ঝড়, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত