স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। খবর বাসসের।
তিনি বলেন, পাহাড়ে শান্তির জন্য যে বাহিনী প্রয়োজন, সেই বাহিনী মোতায়েন করা হবে। সেখানে র্যাবসহ আরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু
সভায় পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.