নাটোরের নলডাঙ্গা থানার বহুল আলোচিত শাহাদত হত্যাকাণ্ডের ৩০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একমাত্র পলাতক আসামী শাহজাহান আলী ওরফে সোহরাব হোসেন স্বপনকে (৫৪) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৩ জুলাই) সকাল ছয়টার দিকে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুপুরে নাটোর সিপিসি ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব-৫ উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ।
তিনি জানান, ১৯৯২ সালের ১৭ মে বেলা সাড়ে এগারোটার দিকে নলডাঙ্গা উপজেলার বারনই নদীতে শাহজাহান আলী স্বপন প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে শাহাদতকে (৩২) হত্যা করে। এই ঘটনায় সাহাদতের ভাই সেকেন্দার আলী বাদী হয়ে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা একমাত্র আসামী শাজাহানকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন।
সাক্ষ্য গ্রহণ শেষে ১৯৯৫ সালের ২৯ মে নাটোর জেলার বিজ্ঞ আদালত অভিযুক্ত শাহজাহান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
হত্যাকাণ্ডের পর হতে শাহজাহান আত্মগোপনে চলে যায়।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.