নাটোরের বড়াইগ্রামে এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যার পর পালিয়ে গেছেন স্বামী।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে উপজেলার গোপালপুর স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত গৃহবধূ বিউটি খাতুন (৪৫) গোপালপুর স্কুলপাড়া গ্রামের আব্দুল বারেকের স্ত্রী।
নিহতের ভাই মতিউর রহমান জানান, গোপালপুর মুন্সিপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে পিন্টু (৪৮) নামে এক ব্যক্তি তার বোনকে উত্যক্ত করতো। এই নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল। এ কারণে তার স্বামী বারেক ঘুমন্ত অবস্থায় তার বোনের গলায় হাঁসুয়া দিয়ে কোপ দিয়ে গলাকেটে তাকে হত্যা করে বলে দাবি করেন তিনি।
তার ভাগ্নি দেখে ফেললে হত্যাকারী বারেক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানান তিনি।
আরও পড়ুন: বাড়ির সামনে পার্কিং করায় প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগ
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.