পুলিশি হেফাজতে নারীর মৃত্যুর প্রতিবাদে ইরানে এক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়া বিক্ষোভের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছেন রাইসি।
কর্তৃপক্ষ বলছে, পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর ছড়িয়ে পড়া বিক্ষোভে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। বহু শহরে এখনও বিক্ষোভ চলছে।
বিক্ষোভের সপ্তম দিনে সামাজিক মাধ্যমে পোস্ট করা অনেক ভিডিওতে পুলিশকে বিক্ষোভ সমাবেশের ওপর সরাসরি গুলি চালাতে দেখা গেছে।
কোনো কোনো ভিডিওতে উত্তর পশ্চিমের পিরানশাহর, মাহাবাদ আর উর্মিয়া শহরে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর তাজা গুলি চালাতে দেখা গেছে।
প্রেসিডেন্ট রাইসি জানিয়েছেন, মাশা আমিনির মৃত্যুর তদন্ত করা হবে। তবে আমিনিকে পুলিশ মারধর করেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি।
সাক্ষী প্রমাণ পর্যালোচনা করে দেখা গেছে মারধর করার মতো কোনো ঘটনা সেখানে ঘটেনি, দাবি ভাহিদির।
আরও পড়ুন: রাশিয়ায় সেনা সমাবেশের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত
এদিকে, মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ার পর ইন্টারনেট প্রায় সময়ই বন্ধ করে দেয়া হচ্ছে বলে জানাচ্ছে নেটব্লকস।
ইরানজুড়ে ইন্টারনেট পরিষেবা ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ায় দেশটির আন্দোলনকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন। বাসিন্দারা সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করতে পারছেন না।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.