শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে তামিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বিলভরট গ্রামে এ ঘটনা ঘটে। তামিম ওই গ্রামের এরশাদ আলীর ছেলে।
নিহত শিশুর পরিবারের বরাতে পুলিশ জানায়, সোমবার বিকেলে বাড়ির ওঠানে খেলা করছিল শিশু তামিম। খেলার সময় তার একটি খেলনা পুকুরে পড়ে যায়। এসময় তামিম ওই খেলনা আনতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, পানিতে পড়ে যাওয়া খেলনা তুলতে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। খুবই দুঃখজনক এটি।
আরও পড়ুন: হত্যা মামলায় ২৪ ঘণ্টায় চার্জশিট, আসামি জেলহাজতে
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.