শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয় এবার ভাই পেলেন। সম্প্রতি শাকিব খান ও শবনম বুবলী তাদের একমাত্র ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ করেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সাত বছরের পা দেন শাকিবপুত্র আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম তার।
অন্যদিকে জয়ের ছোট ভাই শেহজাদের বয়স ২ বছর ৬ মাস ৯ দিন। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতাল তার জন্ম হয়।
অভিনয়ের সূত্র ধরেই একে অপরের প্রেমে পড়ে ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন। কিন্তু ২০১৭ সালে অপু বিশ্বাস তার ছয় মাসের ছেলে জয়কে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে প্রথম এ বিষয়টি জনসম্মুখে আনেন। আট বছরের বেশি সময় গোপনে সংসার করেন তারা।
পরে একই বছরের ২২ নভেম্বর বিবাহবিচ্ছেদের কাগজে স্বাক্ষর করেন শাকিব খান। তাদের চূড়ান্ত বিচ্ছেদ হয় ২০১৮ সালের ১২ মার্চ।
এরপর বিভিন্ন সময়ে ছেলের সঙ্গে দেখা করা এবং ব্যক্তিগত জীবনের নানান ইস্যু নিয়ে আলোচনায় আসতে দেখা যায় এই দম্পতিকে।
অন্যদিকে গত ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রথম গণমাধ্যমে উঠে আসে শবনম বুবলী ও শাকিব খানের বিষয়টি। সেদিন নিজ ফেসবুক ওয়ালে ‘বেবি বাম্প’ -এর ছবি শেয়ার করেন অভিনেত্রী।
পরে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে বুবলী-শাকিবের সন্তানের ছবি প্রকাশ হয়।
আরও পড়ুন: বুবলী-শাকিবের সন্তানের ছবি প্রকাশ, বয়স আড়াই বছর
কিছুক্ষণ বাদে একই ধরনের দুটি স্ট্যাটাস দেন শাকিব খান ও শবনম বুবলী। তারা জানান শুভ দিনক্ষণের অপেক্ষায় ছিলেন এতোদিন। আর তাই এই ‘লুকোচুরি’।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.