মেহেরপুর সদরের পিরোজপুর গ্রামের তালতলার মাঠে এক কলাক্ষেত থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে মরদেহটি দেখতে পেয়ে মাঠের কৃষকরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, একটি কালো বোরখা পরা ওই নারীর কাছ থেকে একটি ভ্যানিটিব্যাগ উদ্ধার করা হয়। সেখানে পাওয়া একটি মোবাইল নম্বরে ফোন দিলে এক নারী মরদেহটি তার মা মালেকা খাতুনের হতে পারে বলে জানান। বেশ কয়েকদিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়।
পুলিশ আরও জানায়, ওই ফোনকল থেকে ধারণা করা হচ্ছে নিহত নারীর নাম মালেকা খাতুন (৪৭)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা আযমপুর গ্রামের নুরুল হকের স্ত্রী। তবে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মরদেহের পরিচয় নিশ্চিত করে বলা যাবে বলে জানায় পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সদর উপজেলার পিরোজপুর গ্রামের তালতলার মাঠে জাবারুল ইসলামের কলাক্ষেতে একটি নারীর অর্ধগলিত মরদেহ দেখে কৃষকরা ৯৯৯-এ ফোন দেয়। পরে ঘটনাস্থলে যায় সদর থানা পুলিশের একটি দল।
আরও পড়ুন: গাজীপুরে ২৫ কেজি গাঁজা উদ্ধার, পাঁচজন আটক
ওসি আরও জানান, তাকে হত্যা করে কেউ কলাবাগানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মুঠোফোনে যোগাযোগ করা ব্যক্তিরা পৌঁছালে আরও তথ্য জানা যাবে বলেও জানান তিনি।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.