রাজধানীতে পৃথক ঘটনায় এক গৃহবধূ সহ দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতদের নাম যথাক্রমে- উম্মে হাবিবা মুন্নি (৩২) এবং মোহাম্মদ মাহাবুব (৩৭)।
সংশ্লিষ্ট দুই থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে, ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল রেজা জানিয়েছেন, শুক্রবার (১ অক্টোবর) দিবাগত রাতে হাতিরঝিল মিরবাগ এলাকার বাসা থেকে স্বজনদের উপস্থিতিতে ছিটকানী ভেঙে গৃহবধূ উম্মে হাবিবা মুন্নি (৩২) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, স্বামী ও সন্তানের সাথে অভিমান করে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
অপরদিকে মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম একই দিন দিবাগত রাতে থানাধীন উত্তর মুগদার বাসা থেকে মোহাম্মদ মাহবুব (৩৭) নামে এক গাড়ি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানিয়েছেন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তিনি আত্মহত্যা করেছেন।
উল্লেখ্য বংশালের নাজিরা বাজার সিক্কাটুলী লেন এর শেখ কামালের ছেলে মাহবুব।
সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছেন এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.