ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ জেলে মোঃ কামাল জমাদ্দার (৪০) লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিহত কামাল ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার (১ অক্টোবর ) দুপুর ২ টার দিকে সদরের রাজাপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল গণমাধ্যমকে জানান, খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কাজ শুরু করে। পরে দুপুর ২ টার দিকে নিখোঁজ কামাল মাঝির লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, সদরের রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীতে আজ শনিবার ভোরের দিকে নৌকা নিয়ে মাছ শিকার করছিল স্থানীয় জেলে ইউসুফ ও কামাল নামে দুই জেলে। ওই সময় ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহি লঞ্চরে সাথে নৌকার ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়। এসময় ইউসুফ মাঝি তীরে উঠে আসতে সক্ষম হলেও নিখোঁজ ছিলো কামাল মাঝি।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.