গাজীপুরের টঙ্গীতে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (১ অক্টোবর) দুপুরে টঙ্গীর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার জুনায়েদ (২০) ও তিস্তার গেট এলাকার শিপু (২২)।
ভুক্তভোগী কিশোরীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
স্থানীয়রা জানান, নতুন বাজার এলাকার ক্যাপরি সিনেমা হলের পরিত্যক্ত ভবনে ওই কিশোরীকে ধর্ষণের সময় টের পেয়ে এলাকাবাসী ওই দুজনকে পাকড়াও করে গণধোলাই দেয়। এসময় আরও দুইজন পালিয়ে যায়।
আরও পড়ুন: গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুই যুবককে হাসপাতালে চিকিৎসা দেয়ার পর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.