ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মদ পান করে রেললাইনে বসে থাকা অবস্থায় ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে আখাউড়া স্টেশনের রেলওয়ে কলোনির কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত তরুণ সাজ্জাদ (২৪) কুমিল্লার দেবীদ্বার উপজেলার নাসির উদ্দিনের ছেলে। নিহত তরুণীর (২০) পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (১ অক্টোবর) সকালে নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয় বলে জানান আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার।
রেলওয়ে থানার ওসি আরও জানান, মধ্যরাতে ঢাকা থেকে আখাউড়া আসা তিতাস কমিউটার ট্রেনটি ঘুরিয়ে (সান্টিং) আনার সময় রেললাইনের ওপর মদ পান করে বসে থাকা ওই তরুণ-তরুণী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: পলাশে গলাকেটে মাছ ব্যবসায়ীকে হত্যা
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় বলেও জানান ওসি।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.