ঝগড়ার জেরে এসিড ছুঁড়ে নিজ বন্ধুকে ঝলসে দেওয়ার মামলায় ২৪ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে র্যাব-৭ চান্দগাঁও অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।
গ্রেপ্তার ব্যক্তির নাম কামাল হোসেন ওরফে বালু কামাল। এসিড নিক্ষেপ ছাড়াও চুরি-ডাকাতি ও মাদক মামলাসহ কামালের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ অধিনায়ক জানান, রেফ্রিজারেটর ঠিক করার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন জাকারিয়া ও কামাল। ১৯৯৮ সালের ১৮ সেপ্টেম্বর দোকানের কাজ নিয়ে ঝগড়ার জেরে রং চা বলে বন্ধু জাকারিয়াকে এসিড খাওয়ানোর চেষ্টা করে কামাল।
খেতে না চাওয়ায় জাকারিয়ার মুখে এসিড ছুঁড়ে মারে কামাল। এতে জাকারিয়ার একটি চোখ নষ্ট হওয়া সহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
র্যাব-৭ অধিনায়ক এম এ ইউসুফ আরও জানান, এ ঘটনার পরপরই ছদ্মবেশে ঢাকা-চট্টগ্রাম ও চাঁদপুরসহ বেশকিছু জেলায় পালিয়ে বেড়ান কামাল। কখনো সবজি বিক্রেতা ও কখনো মাছের আড়তে কাজ করেন তিনি।
সবশেষ গত ২৪ এপ্রিল এ মামলায় আদালত কামালের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিলে শুক্রবার কামালকে গ্রেপ্তার করে র্যাব।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.