নওগাঁর রাণীনগরে উপজেলা স্কাউটস সমাবেশ থেকে এক শিক্ষকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের রাণীনগর মহিলা কলেজ থেকে একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরির এ ঘটনা ঘটে।
মোটরসাইকেলের মালিক আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন জানান, বিকেলে রাণীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে স্কাউটস সমাবেশ চলছিল। আনুমানিক সাড়ে ৪টার দিকে তিনি মোটরসাইকেল মহিলা কলেজের ভিতরে রেখে স্কাউটস সমাবেশ দেখছিলেন।
সন্ধ্যায় স্কাউটস সমাবেশ শেষে বাড়ি ফেরার জন্য মোটরসাইকেল নিতে গিয়ে তিনি দেখেন মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটি আর পাওয়া যায়নি।
আরও পড়ুন: বাধা উপেক্ষা করে ভোর থেকে সমাবেশমুখী বিএনপি নেতাকর্মীরা
তিনি জানান, নিবন্ধিত ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি চোরেরা চুরি করে নিয়ে গেছে। ওই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ১৬-৩৪০০। এ ঘটনায় রাতেই রাণীনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শিক্ষকের চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.