ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

রাণীনগরে গাঁজাসহ সাত মাদক মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২ ১৭:১৫:৪২ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১৭:৪৪:৩১
রাণীনগরে গাঁজাসহ সাত মাদক মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ৭ মাদক মামলার আসামি আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবু (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার বিশঘড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক বিশঘড়িয়া গ্রামের মৃত সামাদ প্রামাণিকের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিজ বাড়িতে আবু বক্কর সিদ্দিক মাদক ব্যবসা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাকে আটক করা হয়।

এ সময় তার বাড়ি তল্লাশি করে গোয়াল ঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা নিহত

ওসি আরো জানান, রাতেই সিদ্দিকের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। তার বিরুদ্ধে আগের ৭টি মাদক মামলা রয়েছে। রোববার দুপুরে সিদ্দিককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads