ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

ফসলের মাঠ থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২ ১২:৪১:৫৩
ফসলের মাঠ থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

নওগাঁর রাণীনগরে নিখোঁজের ১৫ ঘণ্টা পর ফসলের মাঠ থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

রোববার (৬ নভেম্বর) সকালে উপজেলার জয়সার গ্রামের উত্তর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত কৃষক স্বপন আকন্দ (৩৯) জয়সার পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহামনের ছেলে।

নিহতের পরিবার জানায়, শনিবার (৫ নভেম্বর) বিকেল তিনটার দিকে স্বপন বাড়ি থেকে বেড়িয়ে খানপুকুর বাজারে যান। এরপর আর বাড়ি ফিরে আসেননি তিনি। তার বাড়ি না ফেরায় সন্ধ্যার পর থেকে গ্রামের বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর সকাল আনুমানিক সাতটার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে তারা খবর পান গ্রামের উত্তর মাঠে ফসলের জমিতে স্বপনের মরদেহ পড়ে আছে। 

আরও পড়ুন: ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ নিহত

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads