ঢাকা ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

মান্দায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ: ১০ নভেম্বর ২০২২ ২০:১৩:২৪
মান্দায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

নওগাঁর মান্দায় এইচএসসি পরীক্ষার্থীর দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলার পাঁজরভাঙ্গা-পলাশবাড়ী রাস্তার উত্তর চকরামপুর ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত হাজেরা বেগম (৭০) উপজেলার উত্তর চকরামপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী। মোটরসাইকেল চালক হাবিবুর রহমান তুড়কবাড়িয়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে। 

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান জানান, সকালে রহিদুল মোটরসাইকেল চালিয়ে গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল ও কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। সেসময় হাজেরা বেগম শাখা রাস্তা থেকে পাকা রাস্তায় উঠছিলেন। হাবিবুরের বেপরোয়া গতিতে ছুটে চলা মোটরসাইকেল হাজেরাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে গুরুতর জখম হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ইউক্রেনের সাড়ে ৫২ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads