ঢাকা ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

পতাকা উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্রাজিল সমর্থকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ: ১১ নভেম্বর ২০২২ ১৭:৩১:৪৩ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৯:২৪:৩৪
পতাকা উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্রাজিল সমর্থকের মৃত্যু

নওগাঁর ধাম‌ইরহাটে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্রাজিল সমর্থক তরুণের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১১ নভেম্বর) উপজেলার সিঙ্গারুল গ্ৰামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত তরুণ গণেশ সিং (২০) ওই গ্ৰামের গ্ৰামপুলিশ বিজেত সিংয়ের ছেলে । 

নিহতের বাবা বিজেত সিং জানান, বিশ্বকাপে ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলো গণেশ সিং। দুপুরে বাড়ির মধ্যে থাকা আমগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে ওঠেন তিনি।

সেখান থেকে বাড়ির পাশে দিয়ে টেনে নিয়ে যাওয়া এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালন তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট মাটিতে পড়ে যান তিনি। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সীমান্ত গেট খোলা পেয়ে মোটরসাইকেল নিয়ে বাংলাদেশে ভারতীয় কিশোর

ঘটনায় সত্যতা নিশ্চিত করে ধামইরহাট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ পাওয়া যায়নি।


একাত্তর/জো 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads