ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

ভ্যান উল্টে আখ মাড়াইয়ের মেশিন চাপায় রস বিক্রেতার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ১২ নভেম্বর ২০২২ ১৪:০৯:২২ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১৪:১৪:৫৩
ভ্যান উল্টে আখ মাড়াইয়ের মেশিন চাপায় রস বিক্রেতার মৃত্যু

নওগাঁর রাণীনগরে আখের রস বিক্রি করতে যাওয়ার সময় রাস্তায় ডিস লাইনের তারে বেধে ভ্যানগাড়ি উল্টে রস তৈরির মেশিন চাপায় এক আখের রস বিক্রেতার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত রস বিক্রেতা ইসলাম আকন্দ (৫৫) উপজেলার চকমনু আকন্দপাড়া গ্রামের মৃত জবির আলীর ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আখের রস বিক্রি করার উদ্দেশ্যে নিজের ভ্যানগাড়ি নিয়ে উপজেলার বিলকৃষ্ণপুর বাজারে যাচ্ছিলেন ইসলাম আকন্দ। এ সময় বেলঘরিয়া-বিলকৃষ্ণপুর রাস্তার বেলঘড়িয়া স্কুল মোড় এলাকায় পৌঁছালে ডিস লাইনের তারে বেধে ভ্যানগাড়িটি উল্টে পড়ে। এতে ভ্যানে থাকা আখ মাড়াইয়ের মেশিন তার বুকে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।

আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/জো 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads