বিতর্কের মাঝেই আবারও পরীর ফেসবুক পোস্ট। পরী-রাজ দম্পতির সন্তান রাজ্যের বয়স হল তিন মাস।
ছেলের বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তার বাবা-মা। রাজের তোলা সেই মুহূর্তের একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরী লিখেছেন, আমাদের ছেলের তিন মাস হয়ে গেলো, আলহামদুলিল্লাহ। Happy three months Baajaan।
পোস্টের নিচে হ্যাশট্যাগে লিখেছেন, শাহীম মুহাম্মদ রাজ্য। সেখানে রাজ্যের বাবাকে ছবি তোলার ক্রেডিটও দিয়েছেন মা পরী।
প্রসঙ্গত, চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।
রাজ্যকে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছিলেন। আপাতত ছেলের সঙ্গে মধুর সময় কাটাচ্ছেন মা পরী।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.