নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে ধানক্ষেত থেকে এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছ পুলিশ।
সোমবার (২১ নভেম্বর) সকালে মধ্য দুর্গাপুর গ্রামের এক ধানক্ষেত মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত বিনয় চন্দ্র মণ্ডলের (৬০) ওই ইউনিয়নের পিরোরি বিলদুধলা গ্রামের মৃত নাটু মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে পাশের গ্রামের দুর্গাপুর গ্রামের তফসের আলী এবং তারেক ইসলাম নামে দুই ব্যক্তি ঝগড়া-ফ্যাসাদ মীমাংসার জন্য বিনয় মণ্ডলকে ডেকে নিয়ে যান। এরপর থেকে বিনয় মণ্ডল নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও বিনয় মণ্ডলের কোন সন্ধান পায়নি।
পুলিশ জানায়, সকালে ওই জমির মালিক ধান কাটতে গেলে ক্ষেতের মধ্যে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেন।
আরও পড়ুন: স্ত্রীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, বিনয় মণ্ডলের মরদেহ উদ্ধারের পর থেকে তফসের আলী এবং তারেক ইসলাম পলাতক রয়েছেন। হত্যা বা মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা সম্ভব হয়নি। ঘটনার কারণ উৎঘাটনে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.