বাগেরহাটের মোংলা বন্দরের হাড়বাড়ীয়া এলাকায় পাথর বোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতের দিকে হাড়বাড়ীয়ার তিন নম্বর এ্যাংকোরেজের লাল বয়া এলাকায় ডুবোচরে আটকে তলা ফেটে কার্গোটি ডুবে যায়।
তবে রাতেই ডুবন্ত ওই কার্গো জাহাজের ১০ স্টাফকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন আশপাশের কার্গোর স্টাফরা।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মো. মাইনুল ইসলাম মিন্টু জানান, বন্দরের হাড়বাড়ীয়ার ৬ নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশী লাইবেরিয়ান পতাকাবাহী এমভি আইভিএস হাইয়াকিতা জাহাজ থেকে রাতে ৭০০ টন পাথর বোঝাই করে কার্গো জাহাজ এমভি মাষ্টার দিদার। এরপর খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে কার্গোটি হাড়বাড়ীয়ার ৩ নম্বর এ্যাংকোরেজ এলাকায় অসতর্কতায় মূল চ্যানেলের বাইরের ডুবোচরে আটকে গেলে রাত ১২টার দিকে সেখানে তলা ফেটে ডুবে যায়।
আরও পড়ুন: মাদারীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, কার্গো জাহাজটি হাড়বাড়ীয়ার মূল চ্যানেলের বাহিরে ডুবেছে। এতে বন্দরে বিদেশী বাণিজ্যিক জাহাজের আগমন-নির্গমন ও পণ্য পরিবহণের নৌযান (কার্গো-কোস্টার) চলাচল স্বাভাবিক ও পুরোপুরি ঝুঁকিমুক্ত রয়েছে। তারপরও দুর্ঘটনা কবলিত স্থানে লাল নিশানা টানানোর পাশাপাশি মালিকপক্ষকে কার্গোটি দ্রুত উত্তোলনের জন্য চিঠি দেয়া হচ্ছে বলেও জানায় হারবার বিভাগ।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.