ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২ ১০:৩৯:০৭ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ১৩:২৭:২৪
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি পোশাক কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে অরবিট টেক্সটাইল নামের কারখানার একটি টিনশেড ভবনে তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস বিভাগকে খবর দিলে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল সাড়ে দশটায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

আরও পড়ুন: কুমিল্লায় বিএনপির সমাবেশ শনিবার, নেই পরিবহন ধর্মঘট

তিনি জানান, আগুনে তুলাসহ কিছু মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। 


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads