রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি শহরে এলোপাথাড়ি গুলিতে তিনজনকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ক্রিমস্ক শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিনজনকে হত্যার পর নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন ৬৬ বছর বয়সী ওই হামলাকারী।
উল্লেখ্য, ক্রিমস্ক ক্রিমিয়া উপদ্বীপের কাছে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনাদার অঞ্চলের একটি ছোট শহর।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্দুকধারী ব্যক্তিগত শত্রুতার কারণে দুই পরিচিত ব্যক্তিকে গুলি করার পর আরও একজনকে গুলি করেন। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শিশুকে কামড়ে সুইমিং পুলে টেনে নিয়ে গেলো অজগর
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে এলোপাথাড়ি গুলি করছেন। ভিডিওর শেষ দিকে তাকে মাটিতে পড়ে থাকা কোনো একজনকে খুব কাছ থেকে গুলি করতে দেখা যায়। তবে রয়টার্স এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.