গাজীপুরে নিখোঁজের দুইদিন পর পুকুরে থেকে ভাসমান অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত মোহাম্মদ আলী (৭) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার মাইঝপাড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে। আয়নাল তার পরিবার নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে যায় মোহাম্মদ আলী। এরপর বাড়ি না ফেরায় সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পর এলাকায় মাইকিং করা হয়। এরপর ছেলের সন্ধান চেয়ে বৃহস্পতিবার বাসন থানায় সাধারণ ডায়েরি করেন শিশুটির মা। শুক্রবার সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলমের বাড়ির পেছনে একটি পুকুরে মোহাম্মদ আলীর ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: বিমানবন্দরে ঘুষ সেধে ধরা পড়া এএসআইকে বাঁচাতে তৎপর পুলিশ
জিএমপির বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.