ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

বিশ্বকাপে প্রথম লাল কার্ড পেলো ওয়েলসের গোলরক্ষক

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২ ১৯:৩৫:৩৯ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ১৯:৩৮:২২
বিশ্বকাপে প্রথম লাল কার্ড পেলো ওয়েলসের গোলরক্ষক

কাতার বিশ্বকাপের ১৭তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখা গেল। ওয়েলসের গোলরক্ষক ওয়াইন হেনেসিকে ভিআরের সাহায্য নিয়ে লাল কার্ড দেখান মাঠের রেফারি।

ইরান এবং ওয়েলসের মধ্যকার শুক্রবারের (২৫ নভেম্বর) ম্যাচে এসে লাল কার্ড দেখাতে বাধ্য হলেন রেফারি।

ঘটনাটি ঘটেছে ম্যাচের ৮৬তম মিনিটে। ইরানের হয়ে দারুণ সুযোগ তৈরি করতে যাচ্ছিলেন তারেমি। ক্ষিপ্র গতিতে ওয়েলসের জালের দিকে ছুটে যাচ্ছিলেন, তখন ভুল করে বসেন ওয়েলস কিপার হেনেসি। বক্সের বাইরে ছুটে এসে তারেমির গতি রোধ করতে গিয়ে পা উঁচিয়ে বলে শট নিতে গিয়েছিলেন। তাতে তারেমির ওপর পড়ে যান ওয়েলস গোলকিপার। বিধিবহির্ভূত হওয়ায় রেফারি শুরুতে হলুদ কার্ড দিয়েছিলেন। তার পর রিভিউ দেখে সরাসরি লাল কার্ড দেখানো হয় হেনেসিকে। যা কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ডও।

শেষমেষ লাল কার্ডে আরেক গোলরক্ষক ড্যানি ওয়ার্ডকে নামান ওয়েলস কোচ। উঠিয়ে দেওয়া হয় অ্যারন রামসেকে।

এই নিয়ে বিশ্বকাপ ফুটবলে ইতিহাসের তৃতীয় গোলরক্ষক হিসেবে লালকার্ড দেখলেন হেনেসি।

এর আগে ২০১০ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন সাউথ আফ্রিকার ইতুমেলেং খুনে। প্রথম গোলরক্ষক হিসেবে নরওয়ের বিপক্ষে ১৯৯৪ বিশ্বকাপ লাল কার্ড পাওয়া ফুটবলার ছিলেন ইতালির জিয়ানলুকা পাগলিউকা।

যোগ করা সময়ের অষ্টম মিনিটে ইরানের কপাল খুলে যায়। ডি বক্সের বাইয়ে থেকে ডান পায়ে ডিফেন্ডার রুজবেহ চেশমি নজরকাড়া শটে গোল করলে আনন্দে ভাসে কুইরোজের দল।

এদিন ম্যাচের ৮৮ মিনিটে সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় ইরান।


অতিরিক্ত সময়ের শেষ মিনিটে অবশেষে গোলের দেখা পায় ইরান। ডি বক্সের বাইরে থেকে চেশমির জোরালো শটে পরাস্ত হন ওয়েলসের গোলরক্ষক।

আরও পড়ুন: শেষ তিন মিনিটের জোড়া গোলে টিকে রইলো ইরান

এরপর আরো এক গোলের দেখা পায় ইরানে। কাউন্টার অ্যাটাক থেকে রামিন রিজিয়ান গোল করে ইরানের লিড বাড়ান। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইরান। এই জয়ের ফলে নক আউট পর্বে যাওয়ার আশা টিকে রইলো ইরানিদের।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads