ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২ ২৩:১০:২৮
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় দুই জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সেতু থেকে একটি ট্রাক্টর খাদে পড়ে এর চালক ও সহকারী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতকুরা গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাক্টর চালক উপজেলার ধরম-ল গ্রামের আক্তার মিয়ার ছেলে মো. এমদাদুল (২০) ও তার সহকারী একই এলাকার কুতুব আলীর ছেলে রুহুল আমিন (১৮)।

পুলিশ জানায়, হাল চাষের ট্রাক্টরটি আতকুরা গ্রামের রাস্তার সেতু থেকে জমিতে নামছিল। এসময় পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ দুইটি উদ্ধার করে।

আরও পড়ুন: কোন পথে ফারদিন হত্যা ও ভয়ঙ্কর সেই চনপাড়া

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার জানান, মৃত্যু ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads