ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

কাতারে মুখোমুখি ইরানি সরকারপন্থী ও বিরোধী সমর্থকরা

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২ ১২:৫৫:৫৮ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১৭:৩৪:০২
কাতারে মুখোমুখি ইরানি সরকারপন্থী ও বিরোধী সমর্থকরা

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে ইরান। তবে এ ম্যাচে উত্তেজনা কেবল মাঠেই সীমাবদ্ধ থাকেনি, খেলার বাইরের রাজনীতি নিয়ে উত্তাপ ছড়িয়েছে দর্শকসারিতেও। 

শুক্রবার (২৫ নভেম্বর) স্টেডিয়ামে ইরান ফুটবল দলের সরকারপন্থী সমর্থক ও সরকারবিরোধী সমর্থকদের মধ্যে বিরোধ বাঁধে। এসময় সরকারবিরোধী সমর্থকদের কাছ থেকে নিরাপত্তাকর্মীরা টি-শার্ট ও পতাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন তারা।

কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে খেলা দেখতে ইরানের ইসলামিক অভ্যুত্থানের আগের পতাকা নিয়ে গিয়েছিলেন অনেকে। কারও কারও টি-শার্টে ও গালে লেখা ছিল সাম্প্রতিক বিদ্রোহের জনপ্রিয় স্লোগান 'নারী, জীবন, স্বাধীনতা'। 

তবে সরকারপন্থী ইরানিরা সরকারবিরোধীদের গালাগাল করে তাদের কাছ থেকে এসব জিনিসপত্র ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। 

একজন অভিযোগ করেছেন, তার হাত ও বুকে লেখা নিহত বিক্ষোভকারীদের নাম মুছে ফেলতে বলেন কাতারের পুলিশ সদস্যরা। আরেক নারী বলেন, তাকে মাহসা আমিনির ছবি সংবলিত টি-শার্ট খুলে ফেলতে বলা হয়। 

ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ইরানের খেলোয়াড়দের প্রতিও বিদ্রূপমূলক কথাবার্তা ছুঁড়ে দেয়া হয় ও শিস বাজানো হয়। 

আরও পড়ুন: রঙবেরঙের ভেরিফায়েড টিক আসছে টুইটারে

এর আগে সরকারবিরোধী আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকেন ইরানের ফুটবলাররা। 

এদিকে, অনেক সমর্থক সাবেক ইরানি ফুটবলার ভোরিয়া গাফুরির নাম লেখা টুপি পরে গিয়েছিলেন। প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। 


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads