ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

শিনজিয়াংয়ে লকডাউনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২ ১৫:৪১:৫৯
শিনজিয়াংয়ে লকডাউনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

করোনা ভাইরাসের কারণে দীর্ঘায়িত লকডাউনের বিপক্ষে বিরল বিক্ষোভ প্রদর্শন করেছেন চীনের পশ্চিমাঞ্চলের শিনজিয়াং অঞ্চলের বাসিন্দারা। দেশটিতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হওয়ার পর সেখানে এ ঘটনা ঘটলো। 

শনিবার (২৬ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন তুলে নেয়ার দাবিতে শিনজিয়াংয়ের রাজধানী উরুমকির রাস্তায় মিছিল করছে শত শত মানুষ। তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছে হ্যাজম্যাট স্যুট পরিহিত নিরাপত্তাকর্মীরা। 

চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিবাদ জানাচ্ছে নাগরিকরা। এদের মধ্যে অনেকে লকডাউন থেকে মুক্ত হওয়ার দাবি জানান। 

চীনে সবচেয়ে লম্বা সময় ধরে লকডাউনে থাকা অঞ্চলগুলোর মধ্যে একটি শিনজিয়াং। সেখানে উরুমকি শহরের অনেকেই টানা ১০০ দিনেও বাড়ি থেকে বের হতে পারেননি। গত দুইদিনে সেখানে প্রায় ২০০'র বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। 

এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) উরুমকির একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়। 

আগুন লাগার পর ভবনের বাসিন্দারা নিচে নামতে পেরেছিলেন বলে কর্তৃপক্ষ দাবি করলেও, বিভিন্ন ভিডিওতে দেখা গেছে ভবনটি আংশিক অবরুদ্ধ থাকায় সময়মত বের হতে পারেননি অনেক মানুষ। 

আরও পড়ুন: চীনের পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

এরপর শনিবার ভোরে তড়িঘড়ি করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় কর্তৃপক্ষ। করোনা বিধিনিষেধ ভবনের বাসিন্দাদের পালানোতে কোনও বাধার সৃষ্টি করেনি বলে দাবি করেন তারা। অগ্নিনিরাপত্তা ভালোভাবে বুঝলে তারা সময়মত বের হতে পারতেন বলে মন্তব্য করেন এক কর্মকর্তা। 

উল্লেখ্য, শিনজিয়াং অঞ্চলে উইঘুর সম্প্রদায়ের প্রায় এক কোটি মানুষ বাস করেন। তাদের ওপর মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে বেইজিং সরকারের বিরুদ্ধে, যদিও এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তারা।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads